Main Menu

সৌদি শ্রম মন্ত্রনালয়ের সেবার মান উন্নত করতে নতুন একটি হেল্প লাইন সার্ভিস চালু

+100%-

Screenshot_2015-12-08-19-02-12-1-1

সৌদি প্রবাসীদের জন্য সুখবর। সৌদি শ্রম মন্ত্রনালয়ের সেবার মান উন্নত করতে নতুন একটি হেল্প লাইন সার্ভিস চালু করেছে দেশটির সরকার। শ্রমিকরা নিজেদের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের পরামর্শ, শ্রম আইন অনুযায়ী অধিকার ও অধিকার আদায়ের নিয়মাবলী সম্পর্কে ধারনা, মালিক/কফিলের সাথে বনিবনা না হলে করনীয়, শ্রম আইন অনুযায়ী একজন শ্রমিকের বেতনের পাশাপাশি কি-কি সুযোগ সুবিধা রয়েছে(শ্রমিকের হক), নারী শ্রমিকদের জন্যও কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও তার সমাধান চেয়ে কল করার সুযোগ রয়েছে। এক কথায়, যে কোন সমস্যার সমাধান চেয়ে কল করুন ১৯৯১১ – এই নাম্বারে।

আলাদা ভাষা-ভাষী মানুষের কথা মাথায় রেখে ৮টি ভাষায় সেবা দেয়া হচ্ছে। সেগুলি হলো আরবী, ইংরেজী, উর্দু, হিন্দী, তামিল, তাগালো, আমহারিক এবং মালায়ালাম। পরিষেবা কেন্দ্রটি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।

বিঃদ্রঃ বাংলা ভাষায় সার্ভিস না থাকায় আপনারা হিন্দি, উর্দু অথবা অন্য যে ভাষা আপনার কাছে সহজ মনেহয় সে ভাষার অপশনটি সিলেক্ট করুন, ধন্যবাদ।

তথ্য সংগ্রহ :: বিল্লাল হোসেন, সৌদি আরব।






Shares