Main Menu

পরকীয়া প্রেমে দগ্ধ প্রবাসীর জীবন :: প্রবাসীর দুঃখের গল্প

+100%-

প্রবাস জীবনের বিশাল এক কষ্ট নিয়ে বেঁচে আছি। যে কষ্টটা প্রতিনিয়ত বুকের ভিতরে তুষের আগুনের মত জ্বলে জ্বলে বুকটা কে পুড়ে খাঁর খাঁর করে দিচ্ছে। সেই কষ্টের তুষের আগুন শুধু হৃদয়টা পুড়ে,দেহটা না। কষ্টের কথা কাউকে বলতে পারিনি তাই হয়তো দিন দিন আগুনের উত্তাপ বেড়ে চলছে।

আজ সকল প্রবাসী ভাইদের কাছে কষ্টের কথা গুলো লিখবো, কারন প্রবাসীদের কষ্ট প্রবাসীরা বুঝে। দীর্ঘ ৮ বছর পর দেশে গিয়ে বিয়ে করেছিলাম। বিয়ের দিন গুলো খুবই সুখে কাটছিল। প্রতিবার মিলনের সুখে মনে হয়ে ছিল পৃথিবীতে আমি সবচেয়ে সুখি মানুষ। ৪মাস ছুটির শেষে আবার প্রবাসী হলাম। প্রতিদিন ঘন্টা ঘন্টা ফোনে বউয়ের সাথে কথা বলতাম। দুজনে মিলে সুখের সংসারের স্বপ্ন দেখতাম। এক মুহুর্ত জন্য মনে হয়নি আমাদের বিশ্বাস আর ভালবাসার কোন অভাব ছিল। যাহাহোক সে কথা নাহি লিখলাম। গত কয়েকদিন ধরে বউকে কল করি কিন্তু সে কল রিসিভ করে না, মনের ভিতরটা কেমন যেন ভয় ভয় করছিলো। আসলে ভালবাসলে এমনতো হয়ই। ক্ষনে ক্ষনে থাকে যে হারাবার ভয়। কয়েকদিন পর বাবাকে কল করে জিজ্ঞসা করলাম বউয়ের কথা। বাবা জানালো, তোর বউ পাশের গ্রামের এক ছেলে সাথে চলে গেছে। বাবার কথা শুনে আকাশটা মাথা ভেঙে পড়ল। বিশ্বাস করতে পরছিলাম বাবার কথা লজ্জা অপমানে কারো সাথে বলতে পারছি না। নিজের প্রতি ঘৃনা বেড়ে গেল। লজ্জা অপমানে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছিল। কথায় আছে না- যে খারাপ খবর বাতাসের উড়ে.আমার কাজের জায়গা বন্ধু ও আশেপাশের মানুষ গুলো শুনে গেল। তারাই সবাই আমাকে নিয়ে কটুক্তী শুরু করলো আর বাজে বাজে কথা বলে আমার কষ্টটাকে আর বাড়িয়ে দিল। যখনি পাশের বন্ধুরা বলে ,শালা বিদেশ করলে বউ যাবে না তো কি যাবে.বউ ফেলে বিদেশ করলে এমনি হয়.নে শালা এখন বসে বসে আঙ্গুল চাট.আরো অনেক বাজে বাজে কথা যা লিখতে পারবো না.অথচ আমার ভালবাসায় কোন ভুল ছিল না। সব সময় ওকে সুখে রাখার চেষ্টা করছি তাহলে কেন সবাই আমাকে দোষ দিচ্ছে। কি আমার অপরাধ ছিল। কি ভুল ছিল আমার যে কারনে সে আমাকে আমার পরিবারকে লজ্জায় ফেল চলে গেল? আচ্ছা সকল প্রবাসী ভাইদের কাছে আমার প্রশ্ন। আমি প্রবাসী বলে কি অপরাধী ?? আমি ওদের সুখের জন্য প্রবাসী এটা কি আমার অপরাধ ??????






Shares