Main Menu

২৪ ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল শুরু

+100%-


ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুরে তিতাস নদীর ওপর অবস্থিত সেতুর ক্ষতিগ্রস্ত অংশে বেইলি সেতু স্থাপনের জন্য ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে প্রথম দফায় চালুর পর সেতু সংযোগ সড়কে সমস্যা দেখা দেয়ায় সাময়িক বন্ধ থাকে যান চলাচল, পরে ভোর ৬টা নাগাদ তা স্বাভাবিক হয়ে আসে।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভিগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য জানান, বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের মধ্যে বেইলি সেতু স্থাপনের কাজ শেষ করা যায়নি। বর্তমানে যান চলাচল শুরু হয়েছে।

এর আগে ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের ৯৩ কিলোমিটার সড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে তিতাস নদীর ওপর অবস্থিত সেতুর ক্ষতিগ্রস্ত স্প্যানে স্টিল সেতু (বেইলী সেতু) নির্মাণের কাজের জন্য শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সেতুর উপর দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগ।

এ সময় ছোট যানবাহনগুলো বিকল্প সড়ক হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা-আখাউড়া সড়ক ও হবিগঞ্জের মাধবপুরের ভেতর দিয়ে নাসিরনগর-সরাইল সড়ক ব্যবহার করতে পারলেও বড় যানবাহন চলাচল বন্ধ ছিলো।






Shares