Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য সহ আসামী আটক

+100%-

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মাদলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হাবিবুর রহমান বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ১৩ জুন ২০১৫ তারিখ মাদলা নামক স্থান হতে  ২.৪০০ কেজি ভারতীয় জট গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ জামাল হোসেন মিন্টু (২৮), পিতাঃ আমির হোসেন, গ্রামঃ মাদলা, পোষ্টঃ মাদলা বাজার, থানাঃ কসবা, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া কে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কারে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে বিজিবি কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিভিন্ন মাদক দ্রব্য আটক করে । গংগাসাগর  বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে নোয়ামোড়া নামক স্থান হতে ৫১ বোতল ফেন্সিডিল আটক, ঘাগুটিয়া বিওপির টহল কমান্ডার জুনিয়র কর্মকর্তা ( নায়েব সুবেদার) মোঃ হুমায়ন কবির এর নেতৃত্বে¡ ঘাগুটিয়া নামক স্থান হতে ৮৮ বোতল ফেন্সিডিল আটক, কর্ণেল বাজার বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ এবি সিদ্দিক এর নেতৃত্বে শিবনগর নামক স্থান হতে ১১ বোতল ভারতীয় হুইস্কি আটক করা হয়।   ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম উক্ত আসামীসহ ফেনসিডিল, ইস্কফ এবং বিভিন্ন প্রকার হুইস্কি আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি বলেন, যেহেতু মদক দ্রব্য যুব সমাজকে ধ্বংসে করে অন্ধকারে দিকে ধাবিত করছে সেহেতু মাদক বিরোধী অভিযানে সকল সুশীল সমাজের নাগরিকদের এগিয়ে আসার আহব্বান জানান এবং মাদকের সাথে সম্পৃক্ত সকল অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি ব্যবস্থাগ্রহনের ক্ষেত্রে সার্বিক সহযোগীতা কামনা করেন।প্রেস রিলিজ






Shares