বর্তমান সরকার নারী বান্ধব সরকার ——কসবায় আইন মন্ত্রী
খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন বর্তমান সরকার নারী বান্ধব সরকার। এই সরকার নারীদের উন্নয়নে কাজ করছে। তিনি শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কসবা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের নবনির্মিত বদিউল আলম ভবনের উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
কলেজ গভর্নিং বডির সভাপতি এ.কে.এম বদিউল আলম এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইন্দুভূষণ ভৌমিক, কসবা উপজেলা চেয়ারম্যান মো.আনিসুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরিফুল ইসলাম, আইন মন্ত্রীর এপিএস রাশেদুল কায়সার ভূইয়া জীবন ,কসবা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী,কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন জুয়েল প্রমূখ।
আলোচনা সভার আগে মন্ত্রী ব্যক্তি উদ্যোগে এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত বদিউল আলম একাডেমিক ভবনের শুভ উদ্ভোধন করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত আউশ প্রনোদনা কর্মসূচী ২০১৫ উদ্বোধন করেন। আইনমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ১৮০জন কৃষকের মাঝে বীজ-৫কেজি,সার -৪০কেজি ও নগদ ৪০০শত টাকা বিতরন করেন।