সরাইলে থানার ৫০ গজ দূরে জুয়ার আসর:: ইউএনও’র অভিযান, ২০ দিনের জেল
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ সরাইলে থানা থেকে মাত্র ৫০ গজ দূরে মেলায় তিন দিন ধরে চলছে জুয়ার মহোৎসব। উপজেলা সদরের ছোটদেওয়ান পাড়া আলীনগর সৈয়দটুলা ও কুট্রাপাড়া এলাকায় সড়কে ও আশপাশের বাড়ি ঘরে গত শুক্রবার থেকে চলছে এ মেলা। এক কিলোমিটার এলাকা জুড়ে শুধু জুয়া। গতকাল রোববার দুপুরে মেলায় অভিযান চালিয়ে ৪-৫টি জুয়ার ঘর পুড়িয়েছেন ইউএনও। এ সময় জুয়ার ঘর থেকে এক ব্যক্তিকে আটক করেছেন তিনি। এলাকাবাসী জানায়, প্রতি বছরের ন্যায় এবারও সেখানে তিন দিনের জন্য বৈশাখী মেলা বসেছে। আঞ্চলিক ভাষায় এ মেলাকে বলা হয় ‘ফকিরা লবর’। গত শুক্রবার থেকে শুরু হওয়া ওই মেলায় দিনে রাতে প্রকাশ্যে চলছে বিভিন্ন ধরনের জুয়া। পেশাদার জুয়ারিদের সাথে সেখানে খেলছে স্কুল ও কলেজ পড়–য়া অনেক শিক্ষার্থী। প্রশাসনের আগমন বার্তা তড়িৎ জুয়ারিদের কাছে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে অবস্থান করছে কিছু যুবক। চারিদিকে ঘুরাফেরা করছে জুয়ার ঠিকাদাররা। জুয়ার ঘরের আশেপাশেই রয়েছে একাধিক চৌকিদার ও থানার সোর্স। দুপুর ১২টায় মেলায় অভিযান চালান ইউএনও মোহাম্মদ এমরান হোসেন। অভিযানকালে তিনি ৪-৫টি জুয়ার ঘর পুড়ে ফেলেন ও নাছির মিয়া (২৮) নামের এক যুবককে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করে ফেলেন। নাছির নাছিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের সৈয়দী ইছাপুর গ্রামের আবু মিয়ার ছেলে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন বিশ দিনের জেল দেন। ইউএনও বলেন, বৈশাখী নয় এ যেন জুয়ার মেলা।