Main Menu

ত্রিপুরা হতে আসছে বর্জ্যযুক্ত কাল পানি ::বন্ধের দাবিতে আখাউড়ায় মানববন্ধন

+100%-

ডেস্ক ২৪:: আখাউড়া সদর দক্ষিণ ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত সিঅ্যান্ডবি খাল আর জজি নদী দিয়ে ভারতের ত্রিপুরা থেকে আসা বিষাক্ত বর্জ্যযুক্ত ও কাল পানি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করছে সীমান্তবর্তী গ্রামবাসী। কুচকুচে কালো আর উৎকট গন্ধযুক্ত এই পানিতে উপজেলার সীমান্তবর্তী প্রায় ১৫টি গ্রামের মানুষ স্বাস্থ্যঝুকির আশঙ্খায় পড়ছে । এ প্রতিবাদে আজ বিকাল ০৪ ঘটিকায় সীমন্ত এলাকার জনগন বর্জ্যযুক্ত কাল পানি হতে রক্ষার জন্য মৌন মিছিল বাহির করে।

মিছিলে অংশগ্রহনকারী ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায় আগরতলা হতে বিষাক্ত কালা পানির কারনে বিভিন্ন ধরনের চর্ম রোগ সৃষ্ঠি হচ্ছে ফসলের জমির উরবরতা হ্রাস পাচ্ছে। আখাউড়া দক্ষিন ইউনিয়ন, মোগড়া ইউনিয়ন এবং আখাউড়া পৌরসভা জমিতে নদী ও খাল থেকে মেশিনে পানি দেওয়ার সময় এই পানি ধানগাছের পাতায় লাগলে গাছ লাল হয়ে মরে যাচ্ছে । সেচের পানি যেখানে প্রথমে পড়ছে সেখানকার ধানগাছ পুড়ে যাচ্ছে এ সকল ক্ষতির হাত থেকে রক্ষার জন্য স্থানীয় জনগন নিজ উদ্যেগে মৌন মিছিল বাহির করে।






Shares