নবীনগরে বাবার হাতে ছেলে খুন
নবীনগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হাসপাতাল রোড এলাকায় বাবার হাতে ছেলে খুন হয়েছে। নিহতের নাম মো. আমজাদ মিয়া (৩২)। তিনি উপজেলার হাসপাতাল রোড এলাকার ফরিদ মিয়ার(৬০) ছেলে। বুধবার দুপুরে বাবা ফরিদ মিয়ার হাতেই তার ছেলে আমজাদ নিহত হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে পারিবারিক কলহের জের ধরে ফরিদ মিয়ার সাথে তার ছেলে আমজাদ মিয়ার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ফরিদ মিয়া তার ছেলে আমজাদের বুকে উপর্যপূরি ছুড়িকাঘাত করে। এতে আমজাত গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে পরিবারের অন্য সদস্যরা তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) পিয়ার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
« কসবা খেওড়ায় দোকানে সন্ত্রাসী হামলা-লুটপাট:: ভাংচুর মালামাল ক্ষতিসাধন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগরে বাবার হাতে ছেলে খুন »