সরাইল মাতিয়ে গেলেন ডলি সায়েন্তনী ও পড়শী
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃগানে গানে সরাইল মাতিয়ে গেলেন দেশের অন্যতম দুই শিল্পী ডলি সায়েন্তনী ও পড়শী। গত রোববার সন্ধ্যায় চুন্টা এ সি একাডেমির মাঠে পাঁচ সহস্রাধিক দর্শক তাদের গান উপভোগ করেন। স্থানীয় স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মোঃ মাসুদুর রহমানের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানকে ঘিরে ওই মাঠে ছিল ব্যপক প্রস্তুতি। সরাইলের সর্বত্রই ছিল আলোচনা। রোববার দুপুর ১২ টার পর থেকে প্রিয় শিল্পীদের গান উপভোগ করার জন্য মাঠে জড়ো হতে থাকে লোকজন। সরাইল উপজেলার নয়টি ইউনিয়ন সহ জেলার অন্যান্য স্থান থেকেও লোকজন আসেন। এক সময় মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়। পুরুষের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। কারন ওই অজপাড়া গাঁয়ে এমন নামিদামী শিল্পিদের আগমন এই প্রথম। প্রচন্ড রুদ্রের তাপ সহ্য করে দীর্ঘ সাত ঘন্টা অপেক্ষার পর মঞ্চে শিল্পিদের দেখা পায় দর্শক। গান না শুনেও তখন আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে তারা। হরেক রকম লাইটিং ও বাদ্যযন্ত্র বাজিয়ে গান শুরু করেন প্রিয় শিল্পীরা। দর্শকদের মূহুর্মূহু হাততালি ও বিভিন্ন অঙ্গভঙ্গির নাচে মুগ্ধ হয়ে পড়ে শিল্পীরাও। এক সময় গোটা মাঠে বইতে থাকে আনন্দের বন্যা। নাচে গানে মাতোয়ারা হয়ে পড়ে শিল্পী ও দর্শকরা। রাত আটটা পর্যন্ত বিরামহীন ভাবে গান পরিবেশন করেন শিল্পী ইলিয়াছ হোসাইন, ডলি সায়েন্তনী ও পড়শী।