বড় কর্মকর্তা হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া জরুরী-বিচারপতি এম ফারুক
ডেস্ক ২৪::সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি এম. ফারুক বলেছেন, ‘জীবনে বড় কর্মকর্তা হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া জরুরী। কারণ এই সমাজে ভালো মানুষের খুব অভাব। ভালো মানুষেরাই পারে একটি সুন্দর দেশ গড়ে তুলতে’।
তিনি গতকাল শনিবার বিকেলে নবীনগর উপজেলার প্রত্যন্ত লাউর ফতেহপুর গ্রামে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একথা বলেন।
কলেজের প্রতিষ্ঠাতা লাউর ফতেহপুর গ্রামের সন্তান, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি, রূপালী ব্যাংকের পরিচালক ব্যারিস্টার জাকির আহাম্মদ-এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এম ফারুক।
অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ মো. কাউছার, জেলার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরীর সঞ্চালনায় প্রথম পর্বের অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ নজির আহাম্মদ, মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, নবীনগরের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, লাউর ফতেহপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, লাউর ফতেহপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল-আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া ১৫ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর হাতে নগদ ১০ হাজার টাকা অনুদান ও সনদপত্র তুলে দেন। এছাড়া একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ সেরা তিনজনকে সনদপত্র ও আর্থিক অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে কলেজের ৬৫০ জন শিক্ষার্থী ছাড়াও লাউর ফতেহপুর কে.জি উচ্চ বিদ্যালয় ও পার্শ্ববর্তী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৃত্তি প্রদান শেষে দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট কন্ঠশিল্পী ফরিদা পারভীন ওই সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন।