Main Menu

গোকর্ণঘাটে হিন্দু ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী স্নান উৎসব অনুষ্ঠিত

+100%-

সঞ্জয় কর্মকার :: শুক্রবার ভোর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরের গোকর্ণঘাট এর তিতাস নদীতে হিন্দু ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব শুরু হয়েছে। প্রতিবারের মতো এবারও দেশের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ পূণ্যার্থী অংশ নিয়েছে এ স্নান উৎসবে। শুক্রবার ভোর থেকে বাস-মিনিবাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, লঞ্চ, ট্রলার ও নৌকায় করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এসে স্নানোৎসবে অংশ নেন। মহিলা ও পুরুষদের জন্য আলাদাভাবে পোশাক বদলানোর ব্যবস্থা রয়েছে। এছাড়া বিভিন্ন সেবা ক্যাম্পের মাধ্যমে পুণ্যার্থীদের খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরিষ্কার করা হয়েছে নদীর কচুরিপনা ও আগাছা। । শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে মহাষ্টমী স্নান উৎসবের লগ্ন শুরু হয়ে লগ্ন শেষ হবে শনিবার ভোর ছয়টা ৫৯ মিনিট ৩৮ সেকেন্ডে। অষ্টমী স্নান উৎসব উপলক্ষে গোকর্ণঘাটে বিরাট মেলাও বসেছে। স্থানীয় পুলিশ প্রশাসন স্নানোৎসব এবং মেলা স্থলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।






Shares