Main Menu

কম্পোষ্ট পল্লী স্থাপনে ব্রাহ্মণবাড়িয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত

+100%-

শামীম উন বাছির:: ব্রাহ্মণবাড়িয়ায় কম্পোষ্ট সার ব্যবহারে কৃষকদের উৎসাহিত করার লক্ষে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের চানপুর, ধানসার ও মোহনপুর গ্রামে তিনটি কম্পোষ্ট পল্লী স্থাপনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর বাজারে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ডঃ আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুল কবির কালাম। বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি ছাদেকুর রহমান শরীফ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাপ খান মানিক, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কফিল উদ্দিন, উপ সহকারী কৃষি অফিসার সালমা আক্তার, কৃষানী নূরজাহান বেগম এবং চাষী মোঃ মারাজ মিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কে.এম. বদরুল হক।
উল্লেখ্য, সদর উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের আর্থিক সহায়তায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।






Shares