Main Menu

নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কাজ করে যাচ্ছে-মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা  দেশের সমস্ত নারীদের অধিকার এবং মর্যাদাকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। সরকারি এ সমস্ত প্রকল্পের সুবিধা নিয়ে নারীরা আজ দেশের একটি অন্যতম শক্তি রুপে প্রতিষ্ঠিত হয়েছে। তারা এখন দেশের অর্থনীতি ও রাজনীতির অন্যতম শক্তি। দেশের নারী  সমাজ আজ ঘরের বোঁঝা নয়, তারা ঘরের শোভা। মেয়র গতকাল মঙ্গলবার বিকালে পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবস ২০১৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন, সরকারের বিভিন্ন প্রকল্পর সহায়তা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নারীদের অধিকার ও মর্যাদা এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহন করে আসছে। পৌরসভায় ইউজিপ-২ প্রকল্পের আওতায় জেন্ডার এ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করার লক্ষ্যে উঠান বৈঠক সহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন কর হচ্ছে। অসহায় নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা তাদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ, সেলাই প্রশিক্ষণ, বিউটি পার্লার প্রশিক্ষণ সহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। বক্তবে মেয়র পৌরসভার এসমস্ত কার্যক্রমে নারী পুরুষ সকলকে সহযোগিতার অহবান জানান। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর রাহেলা ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, বিশিষ্ট নারী নেত্রী মিনারা আলম, রেহেনা বেগম রানী, নাছিমা চৌধুরী, তৃনমূল নারী সংগঠক আমেনা খাতুন, গিতা রানী ঋষি, কল্পনা আক্তার, কহিনুর আক্তার, স্বপ্না বেগম, অর্চনা রানী দাস। অনুষ্ঠানে ইউজিপ-টু প্রকল্পের ফ্যাসিলেটর ফারহানা তাহির। অনুষ্ঠান সমন্বয় করেন বস্তি উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান। অনুষ্ঠানে নারীদের জন্য আকর্শণীয় ক্রিড়া প্রতিযোগিতা ও স্থানীয় শিল্পিদের পরিবেশনায় মনোমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে কয়েক শতাধীক নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি






Shares