Main Menu

জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শতবছর পূর্তি উপলক্ষে সাংবাদিক সম্মেলন

+100%-

শামীম উন বাছির:: দেশের প্রাচীনতম দ্বীন-ই শিক্ষা প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শত বছর পূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী দস্তারবন্দি সম্মেলন আগামী ৫-৭ ফেব্র“য়ারী-২০১৫ ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলনে দেশ বিদেশের শীর্ষ আলেম-ওলামাগন অংশ গ্রহণ করবেন। এ উপলক্ষে মঙ্গলবার সকালে মাদ্রাসার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

 

 

সম্মেলনে সার্বিক বিষয়ে আলোচনা করেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহাদ্দেস মাওঃ সাজিদুর রহমান। তিনি জানান, প্রাক্তন ৫ হাজার আলেম ও কোরআন হাফেজের মধ্যে পাগড়ি দেয়া হবে। সম্মেলন উপলক্ষে জেলা ঈদগাহ ময়দানে ৩০০ মিটার দৈর্ঘ্য  ও ২৫০ মিটার প্রস্থ এক বিশাল প্যান্ডেল তৈরি এবং ১ হাজার স্বেচ্ছাসেবক, ২টি ভ্রাম্যমান মেডিকেল টিম গঠন করা হয়েছে। সম্মেলন সফল করতে দেশের শীর্ষ স্থানীয় ৪জন আলেমকে নিয়ে সভাপতি মন্ডলী গঠন করা হয়েছে। তারা হলেন শাইখুল ইসলাম আল্লাম আহমদ শফি, ফকিহ হুল মিল্লাত মুফতি আব্দুর রহমান, আল্লামা আব্দুল মুমিন, আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমী। সম্মেলনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদিআরব, মিসর, আমেরিকা, ব্রিটেন, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে শীর্ষ স্থানীয় আলেম ওলামারা অংশ গ্রহণ করবেন বলে জানান। এদিকে সম্মেলনকে কেন্দ্র সারা শহর জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার আল্লামা আশেকে এলাহী ইব্রাহীমি, মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ মোবারকউল্লাহ, মাওঃ সামছুল হক, মুফতি জাকারিয়া, মাওঃ আব্দুল হক প্রমুখ।






Shares