Main Menu

সরাইলে বসত বাড়িতে ডাকাতি, আহত-৪

+100%-

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃসরাইলে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তির বসত বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাদের হামলায় গৃহকর্তা রাখাল ঘোষ (৪৫) সহ পরিবারের চার সদস্য আহত হয়েছে। গত রোববার ভোরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ষোলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত রাখাল ঘোষ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃর্ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আবারও হামলার ভয়ে শঙ্কায় রয়েছেন ওই বাড়ির লোকজন। ডাকাতের হামলায় আহতরা ও স্থানীয় লোকজন জানায়, গতকাল রোববার ভোরে নৌকায় করে ২৫/৩০ জনের সংঘবদ্ধ একদল ডাকাত ষোলাকান্দি গ্রামের রাখাল ঘোষের বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে লাথি মেরে দরজা ভেঙ্গে বসত ঘরে ঢুকে। তাদের পড়নে ছিল শর্টপ্যান্ট, গেঞ্জী ও মাথা ছিল গামছা দিয়ে পেছানো। প্রত্যেকের হাতে ছিল ২/১টি দেশীয় অস্ত্র। দ্রুত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সকলকে জিম্মি করে ফেলে। নগদ টাকা স্বর্ণালঙ্কার মোবাইল সেট সহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় ডাকাতরা। চিৎকার দেওয়ার চেষ্টা করায় ডাকাতরা রামদা চাপাতি ও বল্লম দিয়ে গৃহকর্তা রাখাল ঘোষকে এলোপতাড়ি আঘাত করে। তার বুকে মাথায় ও পিঠে গুরুতর জখম হয়। জেলা সদর হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি দেখে তড়িগড়ি করে ঢাকায় প্রেরন করা হয়। ডাকাতের পিটুনিতে আহত হয় গৃহকর্তার স্ত্রী রানী ঘোষ (৪০), শালিকা শম্পা রানী ঘোষ (২১) ও শম্পার শিশু কন্যা অর্ণব ঘোষ (১০ মাস)। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বিকাল সাড়ে তিনটায় মুঠো ফোনে বলেন, আমি কিছুক্ষণ আগে বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।






Shares