Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার ৩ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত

+100%-

সংবাদদাতা :: উপজেলা নির্বাচনের পঞ্চম দফায় অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলা থেকে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে চট্টগ্রাম নগরীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলাগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ ও কসবা।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রোববার বিকেল সাড়ে তিনটার দিকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ।

একই সময় চাঁদপুর জেলার দুটি, লক্ষীপুর জেলার তিনটি, কুমিল্লা জেলার দুটি ও খাগড়াছড়ি জেলার একটিসহ মোট ১৫ উপজেলার নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানদেরও শপথবাক্য পাঠ করানো হয়।

শপথবাক্য পাঠ শেষে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। তবে এসময় ফুলের তোড়া সংকট থাকায় বিভাগীয় কমিশনার ক্ষোভ প্রকাশ করেন।

এছাড়া ছোট পরিসরের সম্মেলন কক্ষে ১৫ উপজেলার নির্বাচিত ৪৫ জন প্রতিনিধি তাদের নির্ধারিত আসনে বসতে পারেননি। এজন্য স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মো. মিজানুর  রহমান দু:খ প্রকাশ করেন।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক শঙ্কর রঞ্জন সাহা। এছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দা সারওয়ার জাহানসহ ১৫টি উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আপনারা কথায় নয়, কাজের মাধ্যমে জনগণের ম্যান্ডেট রক্ষা করুন। কখনোই আপনাদের উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করবেন না। আর সবসময় মনে রাখবেন এটা কোন ক্ষমতা নয়, এটা জনগণ কর্তৃক অর্পিত একটা দায়িত্ব। এটাকে সবসময় দায় হিসেবে মনে রাখবেন।






Shares