Main Menu

কাল বৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

+100%-

নিজস্ব প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও বিজয়নগরে শুক্রবার ভোরে কালবৈশাখী ঝড়ে অন্তত শতাধিক ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে। ঝড়ে গাছপালাসহ ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর গাছপালা ভেঙ্গে পড়ায় ওই দু’টি উপজেলার কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

স্থানীয়রা জানায়, ভোরে  হঠাৎ করেই দমকা হাওয়ার সঙ্গে কালবৈশাখী ঝড় শুরু হয়। এতে মৌসুমের ফসলি ফসলের ব্যাপক ক্ষতি হয়।

এতে বুধন্তি ইউনিয়নের বিন্নিঘাট গ্রামের অন্তত ৪০টি ও নারিনগরের কয়েকটি গ্রামের দুই শতাধিক কাচা-পাকা ঘরবাড়ি সম্পূর্ণ ভেঙ্গে পড়ে।

বিন্নিঘাট গ্রামের ক্ষতিগ্রস্ত লিটন মিয়া জানান, কালবৈশাখী ঝড়ে তার একটি মিলঘর ও একটি বসতঘর পুরোপুরি ভেঙ্গে গেছে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশিরুল হক ভূঁইয়া জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। ক্ষয়ক্ষতির পরিমান এখনো নিরূপণ করা হয়নি।

অন্যদিকে, নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরি মোয়াজ্জম আহমদ জানান, ঝড়ে উপজেলার প্রায় কয়েকটি গ্রামে দুই শতাধিক কাচা-পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।






Shares