বাংলাদেশে বিদ্যুৎ পাঠাতে বৈঠক
আগরতলা, ২২ নভেম্বর- প্রতিবেশী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে সম্প্রতি আগরতলার বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ে দুই দেশের কারিগরি আধিকারিকদের মধ্যে বৈঠক হল। এই বৈঠক উপলক্ষ্যে বাংলাদেশের সিস্টেম অপারেশনের মুখ্য বাস্তুকারের নেতৃত্বে ৭ জনের প্রতিনিধিদল আগরতলায় এসেছে।
অন্যদিকে হাজির ছিলেন ত্রিপুরা বিদ্যুৎ নিগমের ডিরেক্টর টেকনিক্যাল পাওয়ার গ্রিড কর্পোরেশনের কর্মকর্তারা। বিদ্যুৎ নিগম সূ্ত্রে খবর, ডিসেম্বরেই বিদ্যুৎ সরবরাহের বিষয়ে বৈঠকে গুরুত্ব দিয়ে আলোচনা হয়। যদিও এই বিদ্যুৎ সরবরাহের জন্য দাম এখনও ঠিক হয়নি।
আপাতত ঠিক হয়েছে ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে বিক্রি করা হবে। এজন্য সূর্যমণিনগর থেকে দক্ষিণ কুমিল্লা পর্যন্ত উচ্চ পরিবাহী লাইন টানার কাজ শুরু হয়েছে । রাষ্ট্রায়ত্ত পাওয়ার গ্রিড কর্পোরেশন এই লাইন টানার কাজ করছে।
« প্লেনে সফর নিয়ে দশটা মজার তথ্য (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বর্তমানে ডিজিটাল সেন্টারের মাধ্যমে দেশের মানুষ অনেক উপকৃত হচ্ছে– জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন »