Main Menu

বিদ্যুৎ বিভ্রাটে বিশ্বকাপ খেলা দেখা পন্ড, বিদ্যুৎ অফিসে হামলা, ভাংচুর, আহত ১

+100%-

সংবাদদাতা : বিশ্বকাপ ফুটবল খেলার আর্জেটিনা বনাম নেদারল্যান্ড এর খেলা চলা কালে বিদ্যুৎ বিভ্রাট ঘটায় এলাকার উত্তেজিত ফুটবল প্রেমিকরা ক্ষিপ্ত হয়ে  বৃহস্পতিবার সকালে উপজেলার খারেড়াস্থ ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি কসবা জোনাল অফিস কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।  এ সময় দায়িত্ব পালনকারী আনসার সদস্য মো. ফারুক (২৫) বাধা দিতে গেলে উত্তেজিত জনতা তাঁকে বেদম মারধোর করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহা ব্যবস্থাপক প্রকৌশলী মকবুল আহম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উত্তেজিত জনতা প্রতিষ্ঠানের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি সাধন করেছে। বিষয়টি কসবা থানায় লিখিত ভাবে জানানো হয়েছে।
অফিসার ইনচার্জ কসবা থানা মো. মিজানুর রহমান জানান, পল্লী বিদ্যুৎ অফিস ভাংচুরের বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


Shares