Main Menu

কসবায় “সার্চ”এর উদ্যোগে অসহায় সন্তানকে বিনামূল্যে সুন্নাতে খাৎনা স্বাস্থ্য কর্মসূচি

+100%-

কসবা প্রতিনিধি ॥ সামাজিক ও অরাজনৈতিক সেচ্ছাসেবী সংস্থা “সার্চ ” কসবা উপজেলার উদ্যোগে  কোয়ান্টম ফাউন্ডেশনের সহযোহিতায় অসহায় দরিদ্র পরিবারের ২০০জন সন্তানদেরকে শনিবার (১১ জানুয়ারী) দুপুরে কসবা  টি আলী ডিগ্রী কলেজে স্বাস্থ্য সম্মেলন ২০১৪ ইং উপলক্ষে “সার্চ ” কসবা উপজেলার উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খাতনার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কসবা উপজেলা সার্চ এর প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল রোমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কসবা টি আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ তফাজ্জ হোসেন, কসবা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা মাহমুদ সারোয়ার, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, টি আলী কলেজের সহকারী অধ্যক্ষ এ কে এম আজাদ।
উপজেলা সার্চ এর স্বাস্থ্য বিষয়ক সচিব মো.ইয়াকুবের সঞ্চালনায় অনষ্ঠানে বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সাংবাদিক সোহরাব হোসেন, সাংবাদিক বোরহান উদ্দিন প্রমুখ।
বক্তারা সামাজিক ও অরাজনৈতিক সেচ্ছাসেবী সংস্থা কসবা উপজেলা সার্চ  এর উদ্যোগে প্রতিবছর বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডে ভূমিকা রেখে চলেছেন। “সার্চ” এবারও বিনামূল্যে ২০০ জন দরিদ্র পরিবারের সন্তানদেরকে সুন্নতে খাৎনা  স্বাস্থ্য সম্মেলন ২০১৪ কর্মসূচি  নামে একটি ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজকদেরকে অভিনন্দন জানান।


Shares