হরতালে সহিংসতা, কসবায় আসামী ৩শতাধিক
প্রতিনিধি ঃ ১৮ দলীয় জোটের ডাকা ৬০ঘন্টা হরতাল কসবা উপজেলায় সহিংসতার রূপ নিয়েছিল। এই সব ঘটনায় বিএনপি-জামায়াতের বিরুদ্ধে কসবা থানায় ৪টি মামলা দায়ের করা হয়েছে। কসবা থানায় দায়ের করা বিবরণে সূত্রে জানা যায় ২৬ অক্টোবর মামলা নং-৩৫ বাদী উপ পুলিশ পরিদর্শক আহাদ এজার ভুক্ত আসামী ৩০জন অজ্ঞাত নামা আরও ১০০জন,২৬ অক্টোবর মামলা নং-৩৬ বাদী শাহিন মিয়া,আসামী ৬৯জন,২৯ অক্টোবর মামলা নং-৪০(১০)১৩ বাদী তাজুল ইসলাম ভুইয়া,আসামী ৩০জন,১ নভেম্বর মামলা নং-১ বাদী সেকুল মিয়া,আসামী ৭২জন। ৪মামলা মোট আসামী সংখ্যা হচ্ছে ৩শত ১জন। এই যাবৎ দায়েরকৃত ৪ মামলার কোনো আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। |