কসবা মন্দভাগ স্টেশনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে বিক্ষোভ
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলাস্থ আখাউড়া-চট্রগ্রাম রেল পথ নামক মন্দভাগ রেল স্টেশনে ট্রেইন যাত্রীদের কাছ থেকে নিধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টিকেট ভাড়া আদায়ের প্রতিবাদে গতকাল(১ নভেম্বর) শুক্রবার বিকাল(সাড়ে চারটায়) স্থানীয় জনগণ ও রেলযাত্রীরা এক বিক্ষোভ করেছেন। মন্দভাগ রেল স্টেশনে এড. মফিজুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সভায় প্রধান অতিথি ছিলেন বায়েক ইউপি চেয়ারম্যান মো.বিল্লাল হোসেন।এতে বক্তব্য রাখেন বায়েক ইউপি সদস্য আব্দুল বারেক, ইউপি সদস্য মঙ্গল মিয়া, সাবেক ইউপি সদস্য মো.রেনু মিয়া,বায়েক গ্রামের শাহজাহান,চানখলা গ্রামের আশিক মিয়া.মন্দভাগরেলস্টেশনের কলা ব্যবসায়ী মো. ফিরোজ মিয়া, মানিক মিয়া প্রমুখ্ । |