ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৯৭৮ রাউন্ড তাঁজা গুলি উদ্ধার




কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো.শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা উপজেলার কাঁইয়ূমপুর ইউনিয়নের ঘুঘু নদী থেকে পরিত্যক্ত অব¯া’ায় ৯৭৮ রাউন্ড তাঁজা গুলি উদ্ধার করেছি।এসব গুলি এলএমজি ও থ্রিনটথ্রি রাইফেলে ব্যবহার করা হয়।
« এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল শুরু (পূর্বের সংবাদ)