কসবায় লকডাউন অমান্য করায় ১০জনকে জরিমান
কসবা প্রতিনিধি::আজ ২৩জুলাই থেকে ৫আগষ্ট পর্যন্ত সরকার কঠোর লকডাউন ঘোষণায় মাঠে নেমেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসন ,পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী । আজ সকাল থেকে বিকাল পর্যন্ত মাঠে ছিলেন সেনাবাহিনী সদস্য,পুলিশ,স্কাউট,আনসার। লকডাউন অমান্য করে ৮ দোকানী দোকান খোলা রাখায় ও মাস্কবিহীন রাস্তায় অবাধে চলাচলের দায়ে পৃথক পৃথক ভাবে ১০জনকে জরিমানা করেন ।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেষ্ট মাসুদ উল আলম ও সহকারী কমিশনার ভূমি হাসিবা খান। এই সময় কসবা থানা অফিসার আলমগীর ভূইয়াসহ পুলিশ সদস্যদেরকে অংশ নিতে দেখা গেছে। কসবা টিভির পক্ষ থেকে মাস্ক বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা।
« ভারতের বন্ধুপ্রতিম রাষ্ট্র বাংলাদেশকে প্রাধান্য দিয়েই টিকা সরবরাহ করা হবে:: বিক্রম দোরাইস্বামী (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরাইলে ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা , গ্রেপ্তার-৭ »