কসবায় লকডাউন অমান্য করায় ১৪জনকে জরিমানা। প্রশাসন ব্যাপক তৎপর
কসবা প্রতিনিধি::দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ (৬জুলাই মঙ্গলবার) প্রশাসন ব্যাপক তৎপরতা অব্যাহত রেখেছেন। এসময়ে সরকারিভাবে বিভিন্ন ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রশাসনের কঠোর নজরদারিতে সফলভাবে পালিত হয়েছে লকডাউন। জনগণকে লকডাউন মানাতে দিনব্যাপী যথেষ্ট তৎপর ছিল উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
কসবা পৌর শহরের বিভিন্ন পয়েন্টে দোকানপাট খোলা রাখার দায়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ১৩টি মোটরবাইক ও এক দোকানীসহ ১৪জনকে জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম সাংবাদিকদেরকে জানান, করোনার মোকাবিলায় সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছে। তাই সকলকে নিজেদের সুরক্ষার স্বার্থে লকডাউন মেনে চলতে হবে। অভিযানে অংশ নেন কসবা সহাকারী কমিশনার ভূমি হাসিবা খান,কসবা থানা অফিসার ইনচার্জি মুহাম্মদ আলমগীর ভূইয়া ও পুলিশ পরিদশক তদন্ত মো:হাবিবুর রহমান,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালীসহ সাংবাদিক ও স্কাউট সদস্যরা।