কসবায় গ্রামীণ ব্যাংকের খাদ্য সামগ্রী সহ নগদ অর্থ বিতরণ




আজ দুপুরে কসবার কুটি গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জোনাল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক কসবা এরিয়া ম্যানেজার সৈয়দ আবুল মাসুদ,কসবা প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ, কুটি শাখার ব্যবস্থাপক উজ্জল কুমার, মোবারক হোসেন ও মামুনুল হক প্রমুখ।
প্রত্যেকে ৩০কেজি চাউল,৪কেজি ডাল,২লিটার তেল,৪কেজি পেয়াজ,৮ কেজি আলু,২কেজি লবন,৪পিচ সাবান ও নগদ ৬শত টাকা করে প্রতিজনকে প্রদান করা হয়।
কুটি শাখায ২য় ও ৩য় দফায় ৩০ জনের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ মোট ১লাখ ২৪ হাজার টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
« এবার বিজয়নগরে প্রধানমন্ত্রীর উপহারের তালিকায় ইউপি সদস্যদের নাম্বার! (পূর্বের সংবাদ)