Main Menu

কসবায় মাদক সম্রাট স্বপন গ্রেফতার

+100%-

কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবার একাধিক মালার আসামি ও মাদক সম্রাট নামে পরিচিত স্বপন মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।
কসবা থানার অফিসার ইন-চাজ মুহাম্মদ আলমগীর ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রতিবেশী আখাউড়া থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট ও মতি মিয়ার ছেলে স্বপন মিয়াকে (৪২) গ্রেফতার করা হয়।স্বপন গ্রেফতারী পরোয়ানা নিয়ে পলাতক ছিলেন।
গ্রেফতার হওয়া ম্বপন মিয়ার বিরুদ্ধে কসবা থানাসহ ব্রাহ্মণবাড়িয়া থানা এবং ডিএমপি ঢাকা চকবাজার ও শেরে বাংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪টি মামলা রয়েছে।তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা কায়েমপুর ইউপির গংগানগর। বুধবার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেন।