Main Menu

আখাউড়ায় বাংলাদেশের ঐতিহাসিক সাফল্যে বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

+100%-

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষ্যে আখাউড়া উপজেলা প্রশাসন কর্তৃক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিশেষ সেবা সপ্তাহের (২০-২৫ মার্চ) আয়োজন করা হয়েছে। শোভাযাত্রা উপলক্ষ্যে আখাউড়া শহরের সকল রাস্তা সুসজ্জিত করা হয়। আখাউড়া উপজেলা পরিষদ চত্ত্বর হতে অদ্য ২২ মার্চ সকাল ৯:০০ ঘটিকায় বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা/কর্মচারী, আখাউড়া পৌরসভার মেয়র, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দসহ সকল স্তরের লোকজনের স্বতস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্ত্বর হতে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রাকালে রাস্তার দুই পাশে হাজার হাজার ছাত্র-ছাত্রী এবং সাধারণ লোকজন উপস্থিত থেকে শোভাযাত্রাকে হাত করতালির মাধ্যমে অভিনন্দন জানান।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, আখাউড়া। আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের এবং সাফল্যের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক জনাব মোঃ জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক জনাব সেলিম ভূইয়া, অফিসার ইনচার্জ জনাব মোঃ মোশারফ হোসেন তরফদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শওকত আকবর খান, উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুল আলিম রানা, ডিজিএম, পল্লী বিদ্যুৎ জনাব আহমদ শাহ আল জাবের, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জনাব আঃ মমিন বাবুল, এশিয়ান টিভির সাংবাদি জনাব জুটন বণিক, দৈনিক যায় যায় দিনের সাংবাদিক জনাব কাজী মিনহাজুল আবেদীন খাদেশ (হান্নান) সহ আরও অনেকে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ শামছুজ্জামান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগের ১০টি ব্রান্ডিং বিষয়সহ সরকারের উদ্ভাবনীমূলক নানা দিক নিয়ে আলোচনা করেন। তারপর তিনি র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।






Shares