Main Menu

স্বল্পোন্নত দেশের স্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনে ঐতিহাসিক সাফল্য উদযাপন

নাসিরনগরে আনন্দ শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত

+100%-

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতেঃ “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ”। এই শ্লোগানকে সামনে রেখে স্বল্পোন্নত দেশের স্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে নাসিরনগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আনন্দ শোভাযাত্রা বের হয়।

বৃহস্পতিবার(২২)মার্চ সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নাসিরনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ বি.এম মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা,থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনোয়ার হোসেন,অধ্যক্ষ মোঃ আলমগীর,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকছুদুর রহমান প্রমূখ
এসময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আলোচনা সভায় বক্তারা বক্তব্য রাখেন। এবং বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতায় স্বীকৃতি লাভ করায় জাতিসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।






Shares