Main Menu

আখাউড়াবাসীর প্রতি ইউএনওর ঈদ শুভেচছা

+100%-

পবিত্র ঈদ উল আযহায় আখাউড়ার সর্ব¯তরের জনগণের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। ঈদ এর এই অনাবিল আনন্দ ও পবিত্রতা ছড়িয়ে পড়–ক আখাউড়ার সকল ঘরে ঘরে। পবিত্র ঈদ উল আযহার অনতম্ দিক হলো কোরবানি।

আসুন সকলে এই পশু কোরবানির মাধ্যমে মনের হিংসা, বিদ্বেষ, ক্রোধকে কোরবানি দেই। গড়ে তুলি এক সুন্দর অনাবিল সমাজ। আখাউড়া উপজেলা জুড়ে ৫১ টি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের নামাজে আসুন সবাই মিলে পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি যেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের বাংলাদেশ উন্নয়নে আরও সাফল্য লাভ করে। আগামী দিনে সবাই সম্মিলিতভাবে যুক্ত হই বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডে। সবাইকে ঈদ মোবারক।






0Shares