Main Menu

আখাউড়াতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্দন ও লিফলেট বিতরণ

+100%-
মোহাম্মদ জুয়েল : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরশহরের বাংলাদেশ রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ের কয়েকশত কোমলমতি ছাত্র- ছাত্রীবৃন্দ, শিহ্মকবৃন্দ,সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে আজ এক বিশাল মানববন্ধন ও লিফলেট বিতরণ করেন।
বৃহষ্পতিবার দুপুর ১২ টার সময় ঘন্টাব্যাপী এ কর্মসূচী চলে। রেলস্কুলের সামনের রাস্তার দুপাশে দাড়িয়ে থেকে শান্তিপূর্ণভাবে মানববন্ধন শেষ করা হয়।এ সময় ছাত্র- ছাত্রীরা বিভিন্ন গাড়ি থামিয়ে ড্রাইভারদের হাতে লিফলেট তুলে দেন।এ বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা সাংবাদিকদের বলেন, ” চালকরা যেন সুন্দরভাবে এবং নিয়ম মেনে সঠিকভাবে গাড়ি চালায় এজন্য সচেতনা সৃষ্টির লহ্মে আমাদের আজকের এ মানববন্ধন ও লিফলেট বিতরণ।আমরা নিরাপদে ও নিশ্চিন্তে সড়ক পথে স্কুলে আসা যাওয়া করতে চায়।”এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, “ছাত্রছাত্রীরা সড়কে স্কুলে আসে তাই নিরাপদ সড়ক চলাচলে সচেতনতা সৃষ্টির জন্য প্রশাসনের অনুমতিক্রমে মানববন্ধন ও প্রচারপত্র বিতরণ করেছে আমাদের শিক্ষার্থীবৃন্দও শিক্ষকবৃন্দ।”





Shares