আখাউড়া জংশনে সিসি ক্যামেরা
ট্রেনযাত্রীদের নিরাপত্তায় এবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে স্থাপন করা হয়েছে ১৫ টি সিসি ক্যামেরা।
আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ বদিউজ্জামান সংবাদমাধ্যমকে জানান, মনিটরিং এর মাধ্যমে যাত্রী নিরাপত্তা ও পর্যবেক্ষণ করতে প্লাটফরমসহ রেলস্টেশনে এই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরাগুলো ১৪ নভেম্বর স্থাপন কাজ শেষ হয়। এখন পরীক্ষামূলক কার্যক্রম চলছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সাত্তার বলেন, স্টেশনে সিসি ক্যামেরা স্থাপন করায় এখন পুরো স্টেশন এলাকা রেল প্রশাসনের আওতায় চলে এসেছে।পুলিশ যাতে পর্যবেক্ষণ করতে পারে। সেজন্য থানাতেও কম্পিউটারসহ একটি ইউনিট স্থাপনের কাজ চলছে। আশা করি এখন খুব সহজেই অপরাধীদের শনাক্ত করে ধরা যাবে।
উল্লেখ্য, এর আগে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনেও সিসি ক্যামেরা সংযোজন করা হয়।
« সাংবাদিক মাসুদকে হত্যার হুমকি, থানায় জিডি, নিন্দা ও উদ্বেগ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নাসিরনগরে প্রথম নারী সাব-রেজিষ্ট্রারের যোগদান »