Main Menu

আখাউড়া ও বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

+100%-

প্রতিবেদক ॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে জেলা ছাত্রলীগ।গত মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগের এক সভায় এ দুটি উপজেলা কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।ব্রাহ্মণবাড়িয়া শহরের হালদার পাড়াস্থ স্থনীয় সংসদ সদস্যের কার্যালয়ে জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাসেল মিয়ার পরিচালনায় জেলা কমিটির গুরুত্বপূর্ন নেতৃবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন বলে জানা গেছে।জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি দুটি বিলুপ্তির কারণ বলা হয়েছে মেয়াদ উত্তীর্ন হওয়া ও সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগ থাকা।অবশ্য এলাকায় কথা বলে জানা গেছে,আখাউড়া উপজেলা ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ নারী নির্যাতন,অপহরন মামলায় চার্জশীটভুক্ত আসামী হওয়ায় আখাউড়া আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কমিটি ভাঙ্গার জন্য দাবী জানিয়ে আসছিল।এছাড়া এ কমিটি গঠনের সময় স্থানীয় সংসদ সদস্যের মতামতকে উপেক্ষা করায় তিনিও এ কমিটির প্রতি সন্তুষ্ঠ ছিলেন না।বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতাদের কারো ছাত্রত্ব না থাকায় এবং তাদের বিরুদ্ধে নানা রকম বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ থাকায় এ কমিটি ভাঙ্গার জন্য স্থানীয় সংসদ সদস্যসহ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের তাগাদা ছিল বলে জানা যায়।তবে আখাউড়া ও বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করায় উপজেলাগুলোতে সাধারন ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছাস বিরাজ করছে।কোথাও কোথাও মিষ্টি বিতরনের সংবাদও পাওয়া গেছে।






Shares