আখাউড়ার সেই মার্কেটটি গুড়িয়ে দেওয়া হলো
প্রতিনিধি॥ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া রেলওয়ে জংশনের প্রবেশমুখে গড়ে উঠা সেই মার্কেট অবশেষে উচ্ছেদ হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ মার্কেটটি উচ্ছেদ করে দেন। জানা যায়, আখাউড়া জংশনের প্রবেশমুখে রেলওয়ের জায়গায় মার্কেট করে হুমায়ুন মিয়া নামে এক ব্যক্তি। জেসমিন আক্তার নামে এক আত্মীয়ের নামে তিনি জায়গাটি লিজ আনেন। বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টার দিকে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের লোকজন শ্রমিক নিয়ে এসে মার্কেটটি ভাঙ্গতে শুরু করেন। এ সময় পুলিশ, রেলওয়ে পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে নেতৃত্ব দেওয়া রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. আহমেদুল হক জানান, বাণিজ্যিক বিভাগ ওই জায়গাটি যেভাবে লিজ দেয় তা হয়নি। আমরা জায়গাটিকে আগের অবস্থানে ফিরিয়ে দিয়েছি। এতে স্টেশনের স্টেশনের সৌন্দর্য রাসহ যাত্রীদের চলাচল নির্বিঘ্ন হবে। তিনি আরো জানান, আদালত লিজ দেওয়ার বিষয়ে স্থগিতাদেশ দিয়েছে। সেটি আদালতেই নিষ্পত্তি হবে। আমরা শুধু রেলওয়ের অবকাঠামো ঠিক রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। |