Main Menu

তিনদিন পর শনিবার খুলছে আখাউড়া স্থলবন্দর

+100%-

প্রতিনিধি  :তিনদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে শনিবার থেকে আমদানি-রপ্তানি শুরু হচ্ছে। সকালে মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের ব্যবসায়িক কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। ইতিমধ্যেই অর্ধশত ট্রাক বন্দর এলাকায় অবস্থান নিয়েছে।
আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল জানান, ’বুধ ও বৃহস্পতিবার ভারতে বন্ধ (হরতাল) থাকায় ভারতীয়রা পণ্য নেয়নি। শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে আগামীকাল (আজ) বন্দরের আমদানি-রপ্তানি ফের শুরু হচ্ছে’।


Shares