Main Menu

আখাউড়া প্রেসক্লাবের কমিটি গঠন

+100%-
শামীম উন বাছির । আখাউড়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবে আয়োজিত এক সাধারণ সভায় সদস্যদের সর্ব সম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক মুহাম্মদ রফিকুল ইসলাম (দৈনিক আজকের হালচাল) কে আহবায়ক, মো: মানিক মিয়া (সংবাদ) ও আব্দুল মমিন বাবুল (অপরাত জগত) যুগ্ম আহবায়ক ও জুটন বনিক (আমার দেশ)কে সদস্য সচিব করে আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ পাল বাবু (কালের কন্ঠ), নুরুন্নবী ভূঁইয়া (নয়াদিগন্ত), মহিউদ্দিন মিশু (যুগান্তর), জহিরুল ইসলাম সাগর (দি এডিটর) সমীর চক্রবর্তী (বাংলানিউজ২৪ডটকম), জিয়াউল ইসলাম বাবলু (তিতাসকণ্ঠ), হাবিবুর রহমান (মুক্তখবর) ও দেলোয়ার হোসেন (ইর্ষ্টাণ মিডিয়া) প্রমুখ। এই আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আখাউড়া প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করবে।


Shares