Main Menu

আখাউড়ায় ফেন্সিডিল বিয়ারসহ আটক ৩ মাদক পাচারকারী

+100%-
আখাউড়া  প্রতিনিধি :আখাউড়ায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে ফেন্সিডিল বিয়ারসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে ।
আটককৃতরা হল মোঃ নেওয়াজ (৩৫), মোক্তার হোসেন (৪০) ও আমিনুল (৩০)। আটককৃতদের নামে আখাউড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার আজমপুর সীমান্ত ফাঁড়ির একদল টহলরত বিজিবি জোয়ান ৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক পাচারকারী মোঃ নেওয়াজ ও মোক্তার হোসেনকে আটক করে। একই সময় ঘাগুটিয়া বিজিবি সীমান্ত ফাঁড়ির জোয়ানরা ১৯ বোতল ফেন্সিডিল ও ১২ বোতল বিয়ারসহ আরা এক ব্যক্তিকে আটক করে।
বিজিবি সদস্যরা আটককৃতদের আখাউড়া থানায় সপোর্দসহ মাদক আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেছে।


Shares