Main Menu

আখাউড়া জিআরপি থানায় আটক সেনা সদস্যদের ছেড়ে দেওয়া হয়েছে

+100%-

সেনা সদস্য ও জিআরপি পুলিশের মধ্যে হাতাহাতির ঘটনায় আটক চার সেনা সদস্যকে ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনে সেনা সদস্য এবং রেলওয়ে জিআরপি পুলিশ সদস্যদের মধ্যে বুধবার দিবাগত রাতে কুমিল্লার শালদানদী স্টেশনের কাছাকাছি হাতাহাতির ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার ভোরে ট্রেনটি আখাউড়ায় এলে চার সেনা সদস্যকে আটক করে আখাউড়া রেলওয়ে জিআরপি পুলিশ।ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত খন্দকার জানান বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনে তাদের কর্মস্থলে ফেরত পাঠানো হয় ।আটক সেনা সদস্যদের ইউনিট প্রধান মেজর আজাদের সঙ্গে এ বিষয়টি নিয়ে তার কথা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে তাদের নিজ কর্মস্থলে আটক চারজনসহ ১৮ সেনা সদস্যকে পাঠানো হয়েছে।


Shares