Main Menu

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ : জেল খেটে দেশে গেলেন তিন ভারতীয়

+100%-

সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি সদস্যদের হাতে আটক হওয়া তিন ভারতীয় নাগরিক সাজা খেটে আজ নিজ দেশে ফেরত গেছেন। বুধবার (২৯ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তাদেরকে ত্রিপুরা পুলিশ ও বিএসএফ’র হাতে তুলে দেওয়া হয়।

ফেরত যাওয়া তিন ভারতীয় নাগরিকরা হলেন, রামু দেববর্মা, মিলন দেববর্মা ও স্বপন দেববর্মা। তাদের সবার বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মধুপুর থানা এলাকায়। বাংলাদেশে অবৈধ প্রবেশের অভিযোগে তাদের ১০ দিনের সাজা হয়।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ স্বপন চন্দ্র দাস জানান, গত বছরের ৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে ওই তিন ভারতীয় নাগরিককে আটক করে টহলরত বিজিবি সদস্যরা। তারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করার অভিযোগে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রেবেশের মামলা হলে আদালত প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন। কারাভোগ শেষে ওই তিন ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলে।






Shares