Main Menu

জঙ্গিবাদের বিরুদ্বে ঐক্য গড়ে তুলতে হবে —–রাশেদ খান মেনন

+100%-

menonপ্রতিনিধি॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধলেশ্বর গ্রামে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।মেনন বলেন, জঙ্গিবাদ নতুন রূপে দেখা দিয়েছে। সাংগঠনিক ভিত্তি না থাকলেও অভ্যন্তরীন ক্ষেত্রে জঙ্গিবাদ ফিরে আসছে।
বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে, তাই সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে দেশের প্রতিটি গ্রাম পর্যায়ে ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি বলেন সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, ১৬ কোটি মানুষের দেশে ১৩ কোটি মানুষ মোবাইল সিমকার্ড ব্যবহার করে। চার কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। ২০২১ সালের মধ্যেই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আকছির এম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশিরুল হক ভূঁইয়া, আখাউা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।
পরে পিএসসি ও জেএসসি পরীক্ষার ৬৭ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।






Shares