আখাউড়া সীমান্তে হোলি উৎসব :: বিজিবি-বিএসএফ সদস্যদের আনন্দ




রবিবার দুপুরে বিএসএফ-এর সদস্যদের আনন্দের সময় বিজিবির কয়েকজন সদস্যদের কাছে ডেকে নিয়ে এই আনন্দ করতে দেখা গেছে। এসময় বিজিবির সদস্যরাও আনন্দে যোগ দেন। এই সময় উভয় সীমান্তের কয়েক’শ লোক দুইদেশের দুই বাহিনীর এই আনন্দ উপভোগ করেন।
১২ বিজিবি ব্যাটেলিয়নের কমান্ডার শাহ আলী বলেন, দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এই ধরনের বিনোদন দরকার।
« এটা কি করে সম্ভব, একজন শিক্ষক সন্ত্রাসকে প্রশ্রয় দেয়? (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) শফিকুল ইসলাম কলেজে ভর্তি হলে মাষ্টার্স পর্যন্ত বিনামূল্যে পড়ানো হবে _কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম »