১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযান:: মাদকসহ দুই যুবক আটক
প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ১০ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর আলীনগর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ এমদাদুল হক এর নেতৃত্বে ভোর ৬টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মধ্যপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোঃ আমিরুল (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত আসামী আমিরুল ইসলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দেয়ার উদ্দেশ্যে বিশেষ অভিনব কায়দায় ঢোলের ভিতর করে গাঁজা পাচারের চেষ্টা চালায়। কিন্তু বিজিবি সীমান্তে যেকোন সময়ের তুলনায় বর্তমানে অধিক তৎপর বিধায় বিশেষ অভিনব কায়দায় গাঁজা পাচারকারীকে ০৫ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয়; যা বিজিবি’র বিচক্ষণতা পরিচয় বহন করে। আটককৃত আসামী মোঃ আমিরুল, পিতা- মোঃ শাহাব উদ্দিন এর বাড়ির ঠিকানা ঃ গ্রাম ও ডাকঘর- আনন্দপুর, থানা- কলমাকান্দা, জেলা- নেত্রকোনা। ধৃত আসামীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, বিজয়নগর এর আক্তার উন নেছা শিউলী’র ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে আদালত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ক্ষমতা বলে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে।
অপরদিকে কসবা সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ সানোয়ার হোসেন এর নেতৃত্বে কসবা উপজেলার কালিকাপুর এলাকা হতে বিকাল সাড়ে ৫টায় ১৪ বোতল নেশা জাতীয় স্কফ সিরাপসহ মোঃ এনামুল হোসেন কবির (৩৫) নামে একজনকে আটক করে। আটককৃত আসামী কবিরের ঠিকানা- গ্রাম- কৃষ্ণপুর, ডাকঘর ও উপজেলা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। কবিরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, কসবার হাসিনা ইসলাম এর ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে আদালত আসামীকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড শাস্তি প্রদান করে।