বিজয়নগরে তেল কম দেওয়ায় ও লাইসেন্স বিহীন করাতকলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মো,জিয়াদুল হক বাবু ঃ বিজয়নগরে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তেলের পাম্পে তেল কম দেওয়ায় ও লাইসেন্স বিহীন করাতকল পরিচালনা করায় ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, উপজেলার সাতবর্গ বাস টার্মিনালের ইসলামিয়া ফিলিং স্টেশনকে অকটেন মাপে কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা এবং লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনা করায় ২ টি করাতকলের মালিককে ২৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয় ও জনস্বার্থে এই অভিযান চলবে।
(পরের সংবাদ) সরাইলে ভাগিনার ছুরিকাঘাতে মামা খুন »