Main Menu

প্রবাসীদের কল্যাণে কাজ করছে সরকার- যুগ্ন সচিব শোয়াইব আহমাদ খান

+100%-

মো: জিয়াদুল হক বাবু: বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করছে।প্রবাসীদের দক্ষ করে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচী নিয়েছেন। ট্রেনিং সেন্টার স্থাপন, প্রশিক্ষণ প্রদান, কারিগরি শিক্ষা প্রদান,হেল্প ডেস্ক স্থাপন, আর্থিক সহায়তা প্রদান ও ছেলে মেয়েদের লেখাপড়ায় সহায়তা সহ সকল ধরনের কাজ করছে।বিদেশে কাজ করতে অভিজ্ঞতা গ্রহণ করতে হবে এবং মধ্যস্থভোগীদের সাথে যোগাযোগ বন্ধ করতে হবে। সরকার বিভিন্ন অফিসের সহায়তা নিয়ে বিদেশ যেতে হবে বলে জানিয়েছেন যুগ্মসচিব শোয়াইব আহমাদ খান। বৃহষ্পতিবার সকালে বিজয়নগরে “প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন:একত্রিকরণে রেইজ প্রকল্পের ভূমিকা ” শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচালক (অর্থ ও কল্যাণ) শোয়াইব আহমাদ খান।এতে বক্তব্য রাখেন ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মো: কামরুজ্জামান,জাতিসংঘ অভিবাসন সংস্থার কাউন্সিলর মো: শামিম আহমেদ,এসিল্যান্ড মেহেদি হাসান খান শাওন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা : মো: মাসুম,ওসি তদন্ত হাসান জামিল, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন যুব উন্নয়ন অফিসার মুস্তাফিজুর রহমান ,বীর মুক্তিযোদ্ধা দবীর উদ্দিন আহমেদ,ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল ,প্রবাসী রিমা আক্তার, সপ্না বেগম, আনুয়ার মিয়া প্রমুখ।