Main Menu

বিজয়নগর উপজেলায় মানবাধিকার উন্নয়ন শীর্ষক সম্মেলন এবং গুনীজন সংবর্ধনা ও সম্মাননা স্বারক প্রদান

+100%-

বিজয়নগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা বাংলাদেশ মানবাধিকার কমিশন শাখার উদ্যোগে“মানবাধিকার উন্নয়ন শীর্ষক সম্মেলন এবং গুনীজন সংবর্ধনা ও সম্মাননা স্বারক প্রদান” অনুষ্ঠান বিজয়নগর উপজেলা ইছাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে গত ৩মার্চ ২০১৫ইং বিকালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্ববোধন করেন তিতাস পূবাঞ্চল সভাপতি  বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন চৌধুরী সেলিম। বাংলাদেশ মানবাধিকার কমিশন বিজয়নগর উপজেলা  সভাপতি নূর আহাম্মদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট তানবীর ভুইয়া। অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া জেলা ভারপ্রাপ্ত সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,বিজয়নগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি।
বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা টি.সি.এ. চেয়ারম্যান দীপক চৌধুরী বাপ্পী, ইছাপুরা উওর ইউপি চেয়ারম্যান হাজী আক্তার হোসেন,চান্দুরা ইউপি চেয়ারম্যান এ.এম.শামীউল হক  চৌধুরী,চম্পকনগর ইউপি চেয়ারম্যান মোঃহামিদুল হক হামদ, এডভোকেট আবুল বাশার চৌধুরী,পাক্ষিক সকালের সূর্যর সম্পাদক মোঃ সোলেমান খান,কসবা উপজেলা বাকম শাখার সাধারণ সম্পাদক এম তবিবুর রহমান জীবন প্রমুখ। বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সাহিদ মিয়া, বিজয়নগর বাকম শাখার সহ সম্পাদক আজিজুল ইসলাম দুলাল,মোঃশাহ আলম,মোঃইলিয়াছ সরকার প্রমুখ। স্ব স্ব  পেশায় অবদান রাখার জন্য বিজয়নগর উপজেলার  ১০০জন গুণীজনকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।  


-সঞ্জয়






Shares