Main Menu

বিজয়নগরে অর্ধ শতাধিক নাম্বারবিহীন গাড়ি আটক

+100%-

মোঃ সারোয়ার হাজারী পলাশ : বিজয়নগর উপজেলার চান্দুরা ও ইসলামপুর নামক স্থানে অভিযান চালিয়ে রোববার সকালে অর্ধ শতাধিক নাম্বারবিহীন সিএনজি অটোরিক্সা আটক করে পুলিশ। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহম্মদ নিজামী জানান, ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধভাবে সিএনজি অটোরিক্সা চালানো সহ গাড়ি ও চালকের বৈধ কাগজপত্র না থাকায় অর্ধ শতাধিক গাড়ি আটক করে মামলা দায়ের করা হয়।« (পূর্বের সংবাদ)Shares