Main Menu

বিজয়নগরে বি.এন.পি প্রতিষ্টা বার্ষিকী পালিত

+100%-


প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গত রবিবার বিজয়নগরে উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি)এর ৩৫তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা বি.এন.পির সভাপতি হারুন মুন্সি ও সাধারন সম্পাদক এড. শরীফুল ইসলাম লিটনের নেতৃত্বে বিকালে একটি বনাঢ়্য র‌্যালী উপজেলা গোল চত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব সংলগ্ন বালু মাঠে এসে শেষ হয়। পরে হারুন মুন্সির সভাপতিত্বে ও এড. শরীফুল ইসলাম লিটন এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়।  উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বি.এন.পির সাংগঠনিক সম্পাদক মো:সিরাজুল ইসলাম মাষ্টার,হুমায়ুন কবীর,হান্নান মাষ্টার,আ:মন্নান, যুবদলনেতাএড.সবুজচৌধুরী,,টুটন,ডা.জহির,রফিক,সাবদুল,ছাত্রদলনেতা এস.এম.জহিরুল আলম চৌধুরী টিপু,সাইদ খোকন,নিয়াজুল,আ:রাজ্জাক,শ্রমিকদলনেতা কাউছার প্রমুখ।
বর্ণাঢ়্য র‌্যালীতে নানা রকম পোষ্টার পেষ্টুন প্লের্কাড ব্যানার বিভিন্ন রং এ সাজের মধ্যে দিয়ে র‌্যালী ও আলোচনা সভার সমাপ্ত হয়।


Shares