Main Menu

বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে সীমাহীন যানজট,জনজীবন অতিষ্ঠ

+100%-

আজহারুল ইসলাম খান শাহ আলম : বিজয়নগরের সাতবর্গ বাস টার্মিনালে তীব্র যানজট। যত্রতত্র  এলোমেলো যানবাহনের কালো ঘন ধোঁয়ায় বাতাস ক্রমশ বিষিয়ে উঠেছে। কোথায়ও এতটুকু নিঃশ্বাস নেয়ার জায়গা নেই যেন। কালো ঘন ধোঁয়ার কুন্ডলিতে ব্যস্ততম সড়কগুলোর আবহাওয়া কালো হয়ে আসছে। তীব্র যানজটে ব্যবসায়ী, সরকারী কর্মকর্তা, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, ক্রেতা ও পথচারীদের গতি শ্লথ হয়ে পড়েছে। সাতবর্গ বাস টার্মিনাল এলাকায় প্রতিদিন চলাচলকারী যন্ত্র চালিত পরিবহনের সংখ্যা প্রায় ২/৩ হাজারের কম হবে না। বাস, মিনিবাস, ট্রাক, টেম্পু, ট্রেক্সী, ম্যাক্সী, সিএনজি, প্রাইভেট কার, মোটর সাইকেলসহ বিভিন্ন প্রকারের যানবাহন এর অর্ন্তভূক্ত। ক্রমবর্ধমান জনসংখ্যার উপজেলার জন জীবনের উপর প্রবল চাপ, তীব্র যানজটের ফলে  দৈনন্দিন পরিবহন সমস্যা মোকাবেলা করতে গিয়ে এই বিপুল পরিমান যানবাহন নিত্যদিন উপজেলার ভিতর ও বাহিরে সরু রাস্তা গুলোর উপর জটলা সৃষ্টি করে আসছে। সবচেয়ে বেড়েছে ঠেলাগাড়ী, রিক্সার ও বেবীট্রেক্সীর চাপ। বুধন্তী এলাকা সংলগ্ন শ্যামলী ঘাট নামক স্থানে যত্রতত্র মালভর্তি ট্রাক রেখে রাস্তার যানজট সৃষ্টি করছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ফলে অপ্রশস্থ সড়কে ও জনচলাচলে বিপত্তির সৃষ্টি হচ্ছে। এর উপর রয়েছে ট্রাক এবং টেম্পুর অবাধ চলাচল। যথাযত কর্তৃপরে অবহেলার ফলে সীমাহীন যানজট নিরসনকল্পে কোনো ধরনের পদক্ষেপ গ্রহন করা হয়নি। তাই অনেক স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীর অভিভাবকরা দুর্ঘটনার কবল থেকে রেহাই পাবার জন্য তাদের সোনামনিদেরকে স্কুল-কলেজে পাঠাতে আতংক ভোগছেন। বিজয়নগরবাসীর প্রশ্ন এই অস্বস্থিকর পরিবেশ, শব্দ দূষণ, এবং যানজট কবে শেষ হবে ? এ ব্যাপারে জরুরী ভিত্তিতে প্রশাসন কর্তৃক সমস্যার সমাধানকল্পে বাস্তব পদপে নেওয়ার জন্য উপজেলাবাসী দাবী জানিয়েছেন।






Shares