Main Menu

জেল খাটার ভয়ে তত্বাবধায়ক চাই না প্রধানমন্ত্রী.. ইঞ্জিঃ শ্যামল

+100%-

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নিবার্চনের দাবি ও কেন্দ্রীয় নেতা কর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয়  বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিজয়নগর উপজেলায় গত ২৩ শে জুন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আইড়ল বাজার থেকে জেলা বিএনপির সহ সভাপতি সদর উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মির্জাপুর মাঠে দেশ রক্ষার স্বার্থে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের সর্মথনে ও নেতাকর্মীদের হয়রানী মূলক মিথ্যা মামরা প্রত্যাহার ও মুক্তির দাবীতে বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি হারুন মুন্সির সভাপতিত্বে স্থানীয় যুবদল নেতা মনিরের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে ইঞ্জিঃ শ্যামল বলেন, তত্বাবধায়ক আজ সময়ের দাবী। তৃণমূল পর্যায়ে আজ সে দাবী উঠেছে। দেশকে রক্ষা করার জন্য তত্বাবধায়ক সরকার দরকার। বতৃমান সরকারের দূর্নীতি এতই বেড়ে গেছে যে, তারা আজ ভয় পাচ্ছে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারকে। এত ভয়াবহ দূর্নীতি করেছে যে, যার জন্য জেলে যেতে হবে এই ভয় পাচ্ছে। জেল খাটার ভয়ে তত্বাবধায়ক সরকার চায়না প্রদান মন্ত্রী।
এ সময় সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির,সহ সভাপতি জিল্লুর রহমান, গোলাম সারোয়ার খোকন, ছাত্রবিষয়ক সম্পাদক মাইনুল হোসেন চপল, সহ প্রচার সম্পাদক আলমগীর হোসেন, বিজয়নগর বিএনপির সাধারন সম্পাদক সিরাজ মাষ্টার, জেলা যুবদলের আহবায়ক মনির হোসেন, যুগ্ম আহবায়ক আলী আজম, ছাত্রদল সভাপতি শামীম মোল্লা প্রমুখ।






Shares