Main Menu

বিজয়নগরে ২৪০ পরিবারে বিদ্যুতায়নসহ ইউপি কমপ্লেক্স, বিদ্যালয় ভবনের উদ্বোধন করলেন মোকতাদির চৌধুরী

+100%-

muktadirmpbrahman04134646
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে ২৪০ পরিবারে বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন। এছাড়া তিনি একই ইউনিয়নের অলিপুর গ্রামে পাহাড়পুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন ও খাটিংগা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।
সংসদ সদস্য শনিবার সকালে ও দুপুরে এসব উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করেন।
তিনি প্রথমে বেলা সাড়ে ১১ টার দিকে পাহাড়পুর ইউনিয়নের দাড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সুইচ চেপে ২৪০ পরিবারে বিদ্যুতায়নের উদ্বোধন করেন। বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তানবীর ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মাঈন উদ্দিন মঈন, বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার উন নেছা শিউলী প্রমুখ।
এরপর দুপুর ১২ টার দিকে তিনি খাটিংগা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন। সেখানে স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন সাংসদ।
পরে সাংসদ মোকতাদির চৌধুরী অলিপুর গ্রামে পাহাড়পুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সেখানে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মাঈন উদ্দিন মঈন, বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার উন নেছা শিউলী।
ওই জনসভায় সাংসদ মোকতাদির চৌধুরীর কাছ থেকে ফুলের শুভেচ্ছা গ্রহণের মাধ্যমে পাহাড়পুর ইউনিয়ন বিএনপি’র উপদেষ্টা ও ওয়ার্ড (ভিটিদাউদপুর) বিএনপি’র সভাপতি মো. আব্দুস সাত্তার সর্দারসহ অন্তত ২০ বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। এর আগে সংসদ সদস্য বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামে প্রয়াত উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরীর গ্রামের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।






Shares